Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeরাজনীতিঅধ্যাপক শাহজাহান মিঞার সঙ্গে নজেকশিসের নবনির্বাচিত কমিটির মতবিনিময়।

অধ্যাপক শাহজাহান মিঞার সঙ্গে নজেকশিসের নবনির্বাচিত কমিটির মতবিনিময়।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-১ (সংসদীয় আসন ৪৩) সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞার সঙ্গে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস)-এর নবনির্বাচিত কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নজেকশিসের পক্ষ থেকে বিএনপির দলীয় ইশতেহারে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়ে অধ্যাপক শাহজাহান মিঞার নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় শিক্ষক নেতৃবৃন্দ বেসরকারি শিক্ষাব্যবস্থায় বিদ্যমান নানা বৈষম্য, সুযোগ-সুবিধার ঘাটতি এবং দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলোর বিষয় তুলে ধরেন।
অধ্যাপক শাহজাহান মিঞা শিক্ষক নেতাদের বক্তব্য মনোযোগসহকারে শ্রবণ করেন এবং শিক্ষকদের ন্যায্য দাবিগুলো নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, ভবিষ্যতে দেশের শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নজেকশিসের নবনির্বাচিত সভাপতি মোঃ তরিকুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ বাবুল আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল বাসার, সমিতির সাবেক সভাপতি ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে এই মতবিনিময় সভাটিকে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: