Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeরাজনীতিঅসুস্থ যুবদল নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিলেন।

অসুস্থ যুবদল নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিলেন।

সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলী আহমদ আলমের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্প্রতি ফেসবুক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আলী আহমদ আলমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তা নজরে আসে তারেক রহমানের। মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি এ যুবদল নেতার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন এবং তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন।

চিকিৎসার সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। তিনি ইতোমধ্যেই একটি মেডিকেল বোর্ড গঠন করে আলী আহমদ আলমকে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন।
মেডিকেল বোর্ডে ছিলেন- মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক প্রফেসর ড. হেজবুল্লাহ জিবন, হৃদরোগ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মুকলাছুর রহমান, স্নায়ুবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ড. মুস্তাফা হোসেন, মানসিক রোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ রিয়াদ, সহকারী পরিচালক (প্রশাসন) ড. মো. বদরুল আমিন।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দলের প্রতি নিবেদিত একজন নেতার পাশে এভাবে দাঁড়িয়ে তারেক রহমান আবারও প্রমাণ করেছেন তিনি শুধু রাজনৈতিক নেতৃত্বই দেন না, দুঃসময়ে নেতাকর্মীদের ভরসা ও আশ্রয় হয়ে দাঁড়ান। তার এ মানবিক উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণার বাতিঘর। আলী আহমদ আলমের মতো নিবেদিতপ্রাণ নেতার চিকিৎসার দায়িত্ব নেওয়ায় আমরা তারেক রহমানের কাছে কৃতজ্ঞ। তিনি দেশের বাইরে থেকেও নেতাকর্মীদের খোঁজখবর রাখছেন, যা আমাদের শক্তি জোগায়। “তারেক রহমান প্রমাণ করেছেন বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি পরিবার। এখানে নেতাকর্মীরা দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়ায়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সহ সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা লিটন, আনোয়ার হোসেন রাজু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, কোতোয়ালি থানার দপ্তরের দায়িত্ব প্রাপ্ত স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকারিয়া হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: