
সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অসুস্থ এনামুল কবিরকে দেখতে যান সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। গত নির্বাচনের আগে র্যাবের-হাতে গ্রেপ্তার হয়ে নির্যাতনের শিকার এবং সাম্প্রতিক জুলাই-আগস্টের গণআন্দোলনেও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াকু সৈনিক। বর্তমানে অসুস্থ থাকা সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির। এই ত্যাগী ও অসুস্থ নেতাকে দেখতে তাঁর বাড়িতে গেলেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। অসুস্থ সহকর্মীর পাশে দাঁড়িয়ে তাঁর খোঁজখবর নেন তিনি। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে একদল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এনামুল কবিরের বাড়ি যান। এসময় তিনি যুবদল নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন, চিকিৎসা সম্পর্কে জানতে চান এবং দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।
এসময় সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, এনামুল কবির গণতন্ত্রের জন্য একজন অকুতোভয় যোদ্ধা। অবৈধ সরকারের র্যাবের হাতে নির্মম নির্যাতনের শিকার হওয়ার পর, সে জুলাই-আগস্টের আন্দোলনেও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। একজন কর্মীর এমন সীমাহীন ত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস। আমরা এই বীর যোদ্ধার দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করছি।
অসুস্থ যুবদল নেতা এনামুল কবির সিলেট জেলা যুবদলের সভাপতি ও উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমদ সেলু,সিলেট জেলা যুবদলের ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু,সিলেট জেলা যুবদলের সিনিয়র সদস্য আব্দুল জলিল সায়মন সহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। উপস্থিত সকলেই এনামুল কবিরের ওপর ঘটে যাওয়া অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং তার দ্রুত আরোগ্যের জন্য মোনাজাত করেন। বিজ্ঞপ্তি



