Monday, April 28, 2025
Monday, April 28, 2025
Homeরাজনীতিআগামীকাল নীলফামারীর জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর।

আগামীকাল নীলফামারীর জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) তিনি নীলফামারীর জলঢাকা উপজেলায় বিশাল জনসভায় বক্তব্য রাখবেন তিনি। ডাঃ শফিকুর রহমানের আগমন ঘিরে জেলায় ব্যাপক প্রচার ও প্রচারনা করছেন দলটির নেতাকর্মীরা।

দলীর পক্ষে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে নীলফামারী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বিষয়টি জানানো হয়। বলা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুল ইসলাম ১৯ এপ্রিল দুপুরে লালমনিরহাট জেলা জামায়াতের আয়োজনে জেলা সদরের কালেক্টরেট মাঠে এবং বিকালে নীলফামারীর জলঢাকা উপজেলা জামায়াতের আয়োজনে জলঢাকা স্টেডিয়াম মাঠে বিশাল জনসভার মূল্যবান বক্তব্য পেশ করবেন। জনসভায় জেলার সাধারণ জনগণকে অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে, এ জন্য চলছে ব্যাপক প্রচার ও প্রচারনা।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল সাক্তার, নায়েবে আমির ড. খায়রুল আনাম, সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা মনিররুজ্জামান মন্টু, সদর উপজেলা জামায়াতের আমির আবু হানিফা শাহ, শহর আমির ও সেক্রেটারী যথাক্রমে অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও এ্যাডঃ আনিসুর রহমান আজাদ শাহ, ও নীলফামারী জেলা জামায়াতের জেলা মিডিয়া ও প্রচার সেক্রেটারি সাদের হোসেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন শহর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডঃ মামুনুর রশিদ পাটোয়ারী।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: