Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeআইন আদালতআগে প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঘুষ দিতে হতো : দুদক চেয়ারম্যান।

আগে প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঘুষ দিতে হতো : দুদক চেয়ারম্যান।

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, আগে তো প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঘুষ দিতে হতো। ৫ আগস্টের পর ড. ইউনূসের সরকার দুর্নীতিমুক্ত সরকার। দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা আপনাদের সহযোগিতা চাই।

সোমবার (২১ এপ্রিল) সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত দুদকের গণশুনানি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তা তার কর্মস্থল থেকে বিদায় নেওয়ার সময় সেবাগ্রহীতা যদি চোখের পানি ফেলে তাহলে এটাই চাকরি জীবনে তার বড় পাওয়া। আর যদি বিদায় বেলায় সেবাগ্রহীতা ঘৃণাভরে বিদায় জানিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে তাহলে এটা তার চাকরি জীবনে বড় কলঙ্কিত অধ্যায়। তাই সবাই নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিকে ঘৃণা করতে হবে। তবেই আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারব।

গণশুনানিতে জেলায় কর্মরত ৩৩টি সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০৬টি অভিযোগ জমা পড়ে। সেবা দানকারী প্রতিষ্ঠান ও সেবা গ্রহীতার উপস্থিতিতে ওই গণশুনানি অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে বিশেষ অতিথির বক্তব্য দেন, দুদক কমিশনার (তদন্ত) মিয়া মুহাম্মদ আলী আকবর আজিজী। বক্তব্য দেন- দুদকের রংপুর বিভাগীয় পরিচালক তারিকুল ইসলাম, পুলিশ সুপার তরিকুল ইসলাম, দুদকের মহাপরিচালক আকতার হোসেনসহ প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: