Wednesday, November 5, 2025
Wednesday, November 5, 2025
Homeবিশেষ প্রতিবেদনআদালত প্রাঙ্গণে আসামি কর্তৃক সাংবাদিক নয়নের উপর হামলার প্রতিবাদে সিউজার নিন্দা।

আদালত প্রাঙ্গণে আসামি কর্তৃক সাংবাদিক নয়নের উপর হামলার প্রতিবাদে সিউজার নিন্দা।

সিলেট আদালত প্রাঙ্গণে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পাথর লুটপাট মামলার আসামি আলফু মিয়া ও তার ছেলে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নয়ন সরকারের (নয়ন নিমু) উপর হামলা করেছে। এই হামলার প্রতিবাদ ও নিন্দা এবং দোষীদের দ্রুত শাস্তির দাবী জানিয়েছে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব (সিউজা)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ ও সাধারণ সম্পাদক শাকিলা ববি বলেন, আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশ হেফাজতে থাকা আসামির সাংবাদিকের উপর হামলা করা ন্যক্কারজনক ও উদ্বেগজনক ঘটনা। আজকের এই ঘটনা জানান দিল পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা কতটা নিরাপত্তাহীনতায় থাকেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা।

এই ঘটনায় দায়ী আলফু মিয়া ও তার ছেলের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং যে পুলিশ সদস্যদের হেফজতে থেকে আলফু মিয়া এই হামলা করেছেন সেই পুলিশ সদস্যদেরও তদন্তের আওতায় আনার দাবী জানিয়েছেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: