Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeরাজনীতিআরাফাত রহমান কোকো ছিলেন আধুনিক সমৃদ্ধশালী দেশের স্বপ্নদ্রষ্টা : ইমদাদ চৌধুরী।

আরাফাত রহমান কোকো ছিলেন আধুনিক সমৃদ্ধশালী দেশের স্বপ্নদ্রষ্টা : ইমদাদ চৌধুরী।

স্টাফ রিপোর্ট, সিলেট।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আধুনিক ক্রিকেটের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে শনিবার (২৫ জানুয়ারি) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।

এসময় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরী বলেন, মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন দক্ষ ক্রীড়া সংগঠক। তিনি দেশে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যু স্বাভাবিক ছিল না, তাকে ফ্যাসিস্ট হাসিনা নির্যাতন করে বিনাচিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, আমরা তাঁর মৃত্যুর সঠিক তদন্ত দাবী করছি। আরাফাত রহমান কোকো ছিলেন আধুনিক সমৃদ্ধশালী দেশের স্বপ্নদ্রষ্টা।

মহানগর বিএনপির কার্যকরি সদস্য নুরুল ইসলাম লিমনের পরিচালনায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সহ-সভাপতি আমির হোসেন, মুফতি নেহাল, আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, শামীম মজুমদার, মির্জা বেলায়েত হোসেন লিটন, রেজাউল করিম আলো, আক্তার রশিদ চৌধুরী, মতিউল বারী খোরশেদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, অর্থ বিষয়ক সম্পাদক মো আব্দুল মুনিম, জলবায়ু বিষয়ক সম্পাদক সবুর আহমদ, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল মুনিম, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির আহমদ, সাবেক ছাত্রনেতা মাহবুব চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, সদস্য আমিনুল ইসলাম আমিন, জাকির হোসেন পারভেজ। প্রায় তিন শতাধিক টি প্যাকেট জাত খাবার ও পানি অসহায়-দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: