Sunday, December 21, 2025
Sunday, December 21, 2025
Homeরাজনীতিআলীকদমে জামায়াতে ইসলামি প্রার্থীর পথসভা।

আলীকদমে জামায়াতে ইসলামি প্রার্থীর পথসভা।

‘আগামীতে ইসলামী সাম্যের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে’ –অ্যাডভোকেট কালাম ।।
সকল মানুষের কল্যাণে কাজ করবে জামায়াত –এসএম আব্দুস সালাম।

শুভরঞ্জন বড়ুয়া
আলীকদম( বান্দরবান )
প্রতিনিধি।

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ নং আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ আবুল কালামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে আলীকদমে। উপজেলা জামায়াতের আয়োজনে শনিবার (৬ ডিসেম্বর) আলীকদম বাজার, বাগান পাড়া, নয়াপাড়া, চিনারী বাজার ও রেপারপাড়ি বাজারে এসব পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে উপজেলার রূপমুহুরী রিসোর্টে জামায়াতের মহিলা সমাবেশেও তিনি বক্তব্য রাখেন।

পরিসংখ্যানে জামায়াতের জোট রাষ্ট্র ক্ষমতায় যাবে: এ্যাডভোটেক আবুল কালাম

শনিবার বিকেলে আলীকদম বাজারে অনুষ্ঠিত পথসভায় জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোটেক মোঃ আবুল কালাম তাঁর বক্তব্যে আগামী নির্বাচনের মাধ্যমে একটি ইসলামী সাম্যের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় যাবে কিনা, সে ব্যাপারে কিছু মানুষের মাঝে দ্বিধা-দ্বন্দ আছে। তবে আমেরিকার একটি জরিপ সংস্থা লাখ লাখ মানুষের মতামত নিয়ে যে জরিপ প্রকাশ করেছে, তাতে দেখা যায় জামায়াত ২৯% জনমত নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। আর যে দল ইতোমধ্যে রাষ্ট্রক্ষমতা দখল করে ফেলেছে বলে স্বপ্ন দেখে, তাদের অবস্থান ৩৩%। জামায়াতের সঙ্গে জনপ্রিয় সমমনা ৮টি ইসলামী দল জোটবদ্ধ হয়েছে। তাদের মিলিত ভোটের পার্সেন্ট ৪০% ভাগে উন্নীত হবে। এই পরিসংখ্যানে বুঝা যায়, জামায়াতের জোট রাষ্ট্র ক্ষমতায় যাবে।

তিনি ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অ্যাডভোকেট মোঃ আবুল কালাম আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কেউ যদি ভোট কেন্দ্র দখল করতে চায়, সন্ত্রাস করতে চায়, ভয় দেখাতে চায়, জনগণ তা প্রতিরোধ করবে।”

নিজের সততার বিষয়ে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “আমি অ্যাডভোকেট আবুল কালাম ৪০ বছর ধরে ওকালতি করি। আমার বিরুদ্ধে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে প্রমাণ দিতে পারেন, তবে আমি ইলেকশন করবো না।” তিনি ভোটারদের যাচাই করে সৎ, যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করা আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও লেখক মাওলানা এসএম আব্দুস সালাম। তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর ধরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিলো, তারা মানুষের ভাগ্যবদল করতে পারেনি।

তিনি জামায়াতের অতীতের কার্যকারিতা তুলে ধরে বলেন, জামায়াতের এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানসহ একাধিক নেতা ক্ষমতায় ছিলো। কিন্তু আজ পর্যন্ত কেউ তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ হাজির করতে পারেনি। তিনি উদাহরণ দিয়ে বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করেছে। এই ব্যাংকে যেমন সকল জাতি, উপজাতি, বাঙালি-অবাঙালি লেনদেন করতে পারে, তেমনি জামায়াতে ইসলামীও রাষ্ট্রক্ষমতায় গেলে সকল মানুষের কল্যাণে কাজ করবে।

আলীকদম উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মাশুক এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন অধ্যাপক মোঃ ফারুক, মাওলানা আব্দুল হক ও মাওলানা আবুজর গেফারী।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: