Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeআইন আদালতআলীকদমে টমটম চালকদের বিরুদ্ধে অভিযান: অপ্রাপ্তবয়স্ক চালকদের মুচলেকা নিয়ে ছাড়া..

আলীকদমে টমটম চালকদের বিরুদ্ধে অভিযান: অপ্রাপ্তবয়স্ক চালকদের মুচলেকা নিয়ে ছাড়া..

শুভরঞ্জন বড়ুয়া
আলীকদম ( বান্দরবান ) প্রতিনিধি।

আলীকদম উপজেলায় অতিরিক্ত গতিতে টমটম চালানো, অপ্রাপ্তবয়স্কদের দিয়ে টমটম পরিচালনা এবং রাস্তায় যানজট তৈরি করার বিরুদ্ধে বিশেষ সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। সম্প্রতি এক টমটম দুর্ঘটনায় এক অল্পবয়সী কন্যাশিশুর মৃত্যু ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়। এ পরিস্থিতিতে প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়।

সোমবার (১৭ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় আলীকদম থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে কম বয়সী টমটম চালকদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এ অভিযানে মোট ০৬ জন চালকের মুচলেকা নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, অপ্রাপ্তবয়স্কদের দিয়ে টমটম চালানো এবং বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণে রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সম্প্রতি এক টমটম দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু ঘটায় এলাকাবাসী উদ্বিগ্ন। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, অপ্রাপ্তবয়স্কদের টমটম চালানো এবং বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। প্রশাসনের এ ধরনের অভিযান রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি আলীকদম উপজেলায় টমটম দুর্ঘটনায় এক অল্পবয়সী কন্যাশিশুর মৃত্যু ঘটায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনায় স্থানীয়রা টমটম চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান। প্রশাসনের এ অভিযানকে সেই দাবির পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: