Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeআইন আদালতআলীকদমে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারী আটক।

আলীকদমে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারী আটক।

শুভরঞ্জন বড়ুয়া
আলীকদম ( বান্দরবান )
প্রতিনিধি।

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান কঠোর অবস্থানের অংশ হিসেবে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে এই অভিযান পরিচালিত হয় আলীকদম সেনাজোনের আওতাধীন সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমতলী মধ্যপাড়া এলাকায়। আটককৃত মোঃ ফোরকান সুলতান আহমেদের ছেলে। তার বাড়ি আলীকদম সদর ইউনিয়নের আমতলী মধ্যপাড়া এলাকায়।

সেনা জোন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচা ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিকল্পনা করা হয়।

আলীকদম সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসিরের নেতৃত্বে একটি সুসংগঠিত টহল দল অভিযানে অংশ নেয়। অভিযান চলাকালে সেনা সদস্যরা সন্দেহভাজন মোঃ ফোরকান (৫২)-কে আটক করে তল্লাশি চালান। এ সময় তার হেফাজত থেকে আনুমানিক ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: