
ফুটপাত দখল ও হোটেল-মোটেলের অনিয়ম চিহ্নিতকরণ ।। ‘বাজারের শৃঙ্খলা ভঙ্গ হলে কঠোর আইনগত ব্যবস্থা’ – সেনা জোন।
শুভরঞ্জন বড়ুয়া
আলীকদম, ( বান্দরবান ) প্রতিনিধি।
বান্দরবানের আলীকদম বাজারে ফুটপাত দখল, অবৈধ স্থাপনা নির্মাণ, এবং হোটেল-মোটেল ও রিসোর্টের অনিয়ম চিহ্নিত করে বাজারের সামগ্রিক পরিবেশ স্বচ্ছ ও নিরাপদ রাখতে সেনাবাহিনী বিশেষ মনিটরিং অভিযান পরিচালনা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আলীকদম সেনা জোনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। ৩১ বীর আলীকদম সেনা জোনের লে. তাফসির মাহমুদের নেতৃত্বে বাজার এলাকায় পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্য ছিল বাজারকে পরিচ্ছন্ন রাখা, অবৈধ দখলমুক্ত করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং ওষুধ নিয়ন্ত্রণ তদারকি করা।
অভিযানের সময় ফুটপাত ও সড়কের উপর অবৈধভাবে স্থাপিত দোকান ও নির্মাণকাজ অপসারণের জন্য মালিকপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এসময় বেশ কয়েকটি অবৈধ দোকান চিহ্নিত করা হয়। সেনাবাহিনী জানায়, বাজারের শৃঙ্খলা ও নিয়ম অমান্য করে কেউ অবৈধ দখল বা অনিয়ম অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে বাজারস্থ অর্কিড হোটেল অ্যান্ড রেসিডেন্সিয়াল, হোটেল জব্বারিয়া, হোটেল ঝাল বিতান এবং দ্য দামতুয়া ইন পরিদর্শন করা হয়। এসব প্রতিষ্ঠানের রান্নাঘর অপরিচ্ছন্ন রাখা, খাবার অনিয়মিতভাবে সংরক্ষণ এবং নোংরা পরিবেশে প্লেট ব্যবহারের কারণে সংশ্লিষ্টদের মৌখিক সতর্কবার্তা প্রদান করা হয়। অর্কিড রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেলে অবস্থানরত অতিথিদের নিরাপত্তা ও হোটেলের নিয়ম-শৃঙ্খলা বিষয়েও ম্যানেজমেন্টের সঙ্গে দিকনির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া, বনফুলের পশ্চিম পাশে সরকারি ডাক বাংলোর পরিত্যক্ত জায়গায় বাজার কমিটি কর্তৃক নির্মাণাধীন একটি স্থাপনা পরিদর্শন করে সেনাবাহিনী। কাগজপত্র ও অনুমোদনবিহীন নির্মাণের বিষয়ে বাজার কমিটিকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়। সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগকে আলীকদমবাসী স্বাগত জানিয়েছেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, বাজারের শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



