Tuesday, December 16, 2025
Tuesday, December 16, 2025
Homeবিশেষ প্রতিবেদনআলীকদমে সেনা জোন ও ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত।

আলীকদমে সেনা জোন ও ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত।

শুভরঞ্জন বড়ুয়া
আলীকদম ( বান্দরবান ) প্রতিনিধি।

বান্দরবানের আলীকদম উপজেলায় অগ্নিদুর্ঘটনায় করণীয় বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) আলীকদম বাজার এলাকায় আলীকদম ৩১ সেনা জোন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে এ মহড়া আয়োজন করা হয়।
আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ারফাইটার মো. জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম ৩১ সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসির, ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ আবুল মনসুর চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কায়সার উদ্দিন বাপ্পি, সদস্য সাহাব উদ্দিন, আব্দুস সালাম সহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।
মহড়ায় আলীকদম ফায়ার সার্ভিসের লিডার মো. হাবিবুর রহমান ও সেলিম উদ্দিনের নেতৃত্বে সেনা সদস্য ও ফায়ারফাইটাররা দৃষ্টিনন্দন ও বাস্তবভিত্তিক উদ্ধার ও অগ্নিনির্বাপণ কৌশল প্রদর্শন করেন। দুই ধাপে পরিচালিত এই মহড়ায় বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড ও উদ্ধার পরিস্থিতির অনুশীলন দেখানো হয়।
মহড়ায় প্রদর্শিত কৌশলগুলোর মধ্যে ছিল—
ছটের বস্তা ব্যবহার করে অগ্নিনির্বাপণ, এডভান্সড ফায়ারফাইটিং টেকনিক (এএফটি), পানিবাহী গাড়ির মাধ্যমে আগুন নেভানো, হিট প্রটেক্টিভ স্যুট পরিধান করে অগ্নিনির্বাপণ, ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার, লেডারের মাধ্যমে ভবনের ছাদ থেকে আহত ব্যক্তিকে উদ্ধার, জরুরি উদ্ধার পদ্ধতি এবং রোপ র‍্যাপেলিংয়ের মাধ্যমে চারতলা ভবনের ছাদ থেকে নিরাপদে নিচে নামার কৌশল।
অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বীর বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অতিথিবৃন্দ অগ্নিদুর্ঘটনায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: