Sunday, December 21, 2025
Sunday, December 21, 2025
Homeআইন আদালতআলীকদমে ৫টি পূজামণ্ডপে ৫৭ বিজিবি'র আর্থিক অনুদান।

আলীকদমে ৫টি পূজামণ্ডপে ৫৭ বিজিবি’র আর্থিক অনুদান।

‎শুভরঞ্জন বড়ুয়া
‎আলীকদম ( বান্দরবান ) প্রতিনিধি।

‎বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মেহেদীর নেতৃীত্বে উপজেলার মোট ৫টি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদান তুলে দেওয়া হয়।

‎বিজিবি সূত্র জানায়,দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পাশাপাশি বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে। এ সময় পূজামণ্ডপগুলোতে শৃঙ্খলা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

‎লে. কর্নেল আবদুল্লাহ আল মেহেদী বলেন, “সীমান্তবর্তী আলীকদম উপজেলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে। পূজা উপলক্ষে আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও জোরদার হবে। বিজিবি সব সময়ই শান্তি-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের পাশে থাকবে।”

‎স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অনুদান ও নিরাপত্তা ব্যবস্থার কারণে পূজার পরিবেশ আরও আনন্দঘন ও নিরাপদ হবে।

‎উল্লেখ্য, বান্দরবানের সীমান্তবর্তী এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধেও বিজিবি সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: