Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeআইন আদালতআলীকদমে ৫৩জন মিয়ানমার নাগরিককে পুশব্যাক,৫ মানব পাচারকারীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

আলীকদমে ৫৩জন মিয়ানমার নাগরিককে পুশব্যাক,৫ মানব পাচারকারীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

শুভরঞ্জন বড়ুয়া
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি।

বান্দরবানের আলীকদমের দুর্গম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮জন মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩ জন নাগরিককে পুশব্যাক করা হয়েছে,আর তাদের বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে আটক ৫জন মানব পাচারকারীকে আদালতে তোলা হলে আদালত ৫ জনকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

পুলিশ ও আদালত সুত্রে জানা যায়, বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুজির মুখ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮জন মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩ জনকে ১২জানুয়ারী (রবিবার) ভোরে পুশব্যাক করা হয়েছে আর তাদের বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে আটক ৫জন মানব পাচারকারীকে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম  ৫জন মানব পাচারকারীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জেল হাজতে প্রেরনকৃত মানব পাচারকারীরা হলেন, বান্দরবানের আলীকদমের বাসিন্দা আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো.নজরুল ইসলাম (৪০), মো.আবু হুজাইফা (৩১) ও মো.খোরশেদ আলম (৫৭)।

বান্দরবানের আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন জানান, আটককৃতদের মধ্যে ৫৩জনকে রোহিঙ্গাকে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে এবং মামলার আলামত হিসেবে ৫জন রোহিঙ্গাকে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরো জানান, মামলার আসামী ৫জন মানব পাচারকারীর বিরুদ্ধে আলীকদম থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের বান্দরবান আদালতে তোলা হলে আদালত ৫জন আসামীকে জেল হাজতে প্রেরণের নিদের্শ দেয়। 

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান,আলীকদম থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় ৫জন আসামীকে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত ৫ জন আসামীকে জেল হাজতে প্রেরণের নিদের্শ দেয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: