Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeবিশেষ প্রতিবেদনআলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ।

আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ।

শুভরঞ্জন বড়ুয়া
আলীকদম ( বান্দরবান ) প্রতিনিধি।

বান্দরবানের আলীকদম উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দরিদ্র জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। রোববার (২৪ আগস্ট) ব্যাটালিয়নের সদর ১নং জিপি গেইট সংলগ্ন এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক-এর সার্বিক দিক-নির্দেশনায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুম, এএমসি, প্রায় ২২০ জনেরও বেশি পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ এবং শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন।

চিকিৎসা শেষে বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি “অপারেশন উত্তরণ”-এর আওতায় স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন ও সম্প্রীতি সুদৃঢ় করতে বিজিবি নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মেডিকেল ক্যাম্পের পাশাপাশি একজন গুরুতর অসুস্থ ব্যক্তিকে এবং একটি হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
এ সময় আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসার, বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: