Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeবিশেষ প্রতিবেদনআলীকদম জোন কতৃক অসচ্ছলদের অনুদান প্রদান।

আলীকদম জোন কতৃক অসচ্ছলদের অনুদান প্রদান।

শুভরঞ্জন বড়ুয়া
আলীকদম ( বান্দরবান ) প্রতিনিধি।

বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী ও দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের পাশে মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নের উদ্যোগ অব্যাহত রেখেছে। বুধবার (৩১ ডিসেম্বর) আলীকদম জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি-এর দিকনির্দেশনায় আলীকদম জোনের আওতাধীন ক্যাম্প কমান্ডাররা অসচ্ছল, অসহায় ও অসুস্থ জনগোষ্ঠীসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মোট ২,৮৪,৫৪৪ টাকা অনুদান বিতরণ করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বলেন, সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা আরও শক্ত করছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ যোগাচ্ছে।

জোন কমান্ডার লে. কর্নেল মোঃ আশিকুর রহমান বলেন, সেনাবাহিনী শুধু দেশ রক্ষায় সীমাবদ্ধ নয়, মানবিক সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সকলকে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: