Sunday, January 18, 2026
Sunday, January 18, 2026
Homeরাজনীতিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিমলায় প্রচারণা সভা অনুষ্ঠিত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিমলায় প্রচারণা সভা অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারী জেলার ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত প্রচারণা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: ইমরানুজ্জামান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে প্রশাসন বদ্ধপরিকর। ভোটারদের উচিত নির্ভয়ে কেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করা। তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং গুজব ও অপপ্রচার থেকে দূরে থাকা সবার দায়িত্ব। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায়, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ শাহনুর আলম, সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ আবু তালেব এবং উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের (ও.এস) মোঃ রোকনুজ্জামান (রোকন) প্রমুখসহ গণমাধ্যম কর্মীরা। বক্তারা নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানো, সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং গণভোটের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এবং আরও জানা যায়, ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের প্রচারণা সভা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: