Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeরাজনীতিইমদাদ চৌধুরীর তত্ত্বাবধানে এসএসসি উক্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

ইমদাদ চৌধুরীর তত্ত্বাবধানে এসএসসি উক্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে পরিকল্পনার মাধ্যমে নিম্ন ও মধ্য স্তরের চাহিদাভিত্তিক শিক্ষা চালু করবে। যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে। উচ্চশিক্ষায় জ্ঞানভিত্তিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গবেষণার ওপর বিশেষ জোর দেওয়া হবে। একই মানের শিক্ষা সবার জন্য নিশ্চিত করা হবে এবং মাতৃভাষায় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্ব বিকাশের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ছাত্রসংসদ নির্বাচন আয়োজন করা হবে।
তিনি বলেন, একটি জাতির টেকসই অগ্রগতির ভিত্তি হলো মানসম্মত ও সুষম শিক্ষা, যা সমাজের প্রতিটি স্তরের মানুষকে সমানভাবে সক্ষম করে তোলে। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত গুণগত মানোন্নয়ন ও সমান সুযোগ নিশ্চিত করা। আওয়ামী লীগ ধারা শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য ও অস্থিরতা দূর করে একটি সুশৃঙ্খল ও অন্তর্ভুক্তি শিক্ষাব্যবস্থা গঠনের লক্ষ্যে বিএনপি সুদূরপ্রসারী পরিকল্পনা করে কাজ করবে।

তিনি বলেন, শিক্ষার গুণগত মান পরিবর্তন না হলে একটি মেধাবী প্রজন্ম গড়ে উঠবে না। শিক্ষার মান উন্নয়ন এবং মেধাবী প্রজন্ম গড়ে তুলতে বিএনপি কাজ করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষানীতি অনুসরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া এবং নৈতিকতার চারটি স্তম্ভের ওপর দাঁড় করাতে চায় এক নতুন বাংলাদেশ, যা হবে সৃজনশীল, আত্মনির্ভর, মানবিক মূল্যবোধে শক্তিশালী এবং জ্ঞানভিত্তিক জাতি গঠনের পথপ্রদর্শক।

তিনি মঙ্গলবার (২৯ জুলাই) সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমীর হল রুমে বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল আয়োজিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষা উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ও সার্বিক তত্ত্বাবধায়নকারী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের বোর্ড অব ডিরেক্টর ইমদাদ হোসেন চৌধুরী বলেন, শিক্ষার মান উন্নয়নে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। শিক্ষার্থীদের উৎসাহিত করতে নানা আয়োজন ও করে যাচ্ছি।

বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান আক্তার লাকির সভাপতিত্বে ও নাফিসা তানজিনের পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ডা. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, সিলেট কৃষি বিশ্বাবিদ্যালয়ের ডিপাটমেন্ট অফ জেনেটিভ এন্ড অ্যানিমাল ব্রিডিং’র প্রফেসর ড. মো. আতাউর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, মদন মোহন কলেজের সহযোগী অধ্যাপক মো. ফরিদ আহমদ। স্বাগত বক্তব্যে রাখেন বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ রওশন আরা চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: