Sunday, December 21, 2025
Sunday, December 21, 2025
Homeআন্তর্জাতিকইরানের মার্কিন বোমা হামলার পর যা বললেন ট্রাম্প।

ইরানের মার্কিন বোমা হামলার পর যা বললেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করেছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এই হামলাগুলোকে একটি ‘দর্শনীয় সামরিক সাফল্য’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন’ হয়ে গেছে।

তিনি বলেছেন ইরানকে ‘এখন শান্তি স্থাপন করতে হবে। যদি তারা তা না করে, তাহলে ভবিষ্যতের হামলাগুলো আরও অনেক বড় এবং অনেক সহজ হবে।’

ফোরদোর পর এবর ইস্পাহান–নাতাঞ্জে মার্কিন হামলার বিষয়টি নিশ্চিত করল ইরান

ফোরদো, ইস্পাহান এবং নাতাঞ্জে মার্কিন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইরানি কর্মকর্তারা। তবে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি তারা।

ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা নিশ্চিত করেছিল, যুক্তরাষ্ট্র ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এখন রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছে, নাতাঞ্জ ও ইস্পাহানেও মার্কিন হামলা হয়েছে।

ইস্পাহানের গভর্নরের সহকারী আকবর সালেহির জানিয়েছেন, ‘নাতাঞ্জ ও ইস্পাহান ইসফাহান পারমাণবিক কেন্দ্রগুলোর কাছে হামলার ঘটনা প্রত্যক্ষ করেছি।’ তিনি বলেন, নাতাঞ্জ ও ইস্পাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে ঘোষণা দেন যে, ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে তাঁর দেশ। তিনি বলেন, ফোরদো ‘শেষ।’ এর কিছুক্ষণ পর ইরানের কৌম প্রদেশের এক কর্মকর্তা জানান, ফোরদোর একাংশ শত্রুর হামলার শিকার হয়েছে।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানায়, কৌম প্রদেশের এক কর্মকর্তা বলেছেন যে, ফোরদো পারমাণবিক স্থাপনাটির একটি অংশে হামলা হয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সদর দফতরের মুখপাত্র মরতেজা হায়দারি বলেছেন, ‘কয়েক ঘণ্টা আগে কোমের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলে এবং শত্রু লক্ষ্য শনাক্ত হওয়ার পর, ফোরদো পারমাণবিক স্থাপনাটির একটি অংশে শত্রুপক্ষের বিমান হামলা হয়।’

এর আগে, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে বলে দাবি করেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্য়ালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হামলার পর সব মার্কিন যুদ্ধবিমান নিরাপদে ইরানি আকাশসীমা ত্যাগ করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্প তাঁর পোস্টে লিখেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে অত্যন্ত সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

তিনি আরও দাবি করেন, ফোরদো স্থাপনায় ‘সম্পূর্ণ অস্ত্রবোঝাই বোমা’ ফেলা হয়েছে। তাঁর ভাষায়, ‘সব বিমান এখন দেশে ফেরার পথে। আমাদের বীর মার্কিন যোদ্ধাদের অভিনন্দন। বিশ্বের আর কোনো সেনাবাহিনী এমন অভিযান চালাতে পারত না। এখন শান্তির সময়।’

তবে এই দাবি কতটা সত্য, তা এখনও নিরপেক্ষ কোনো সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। ইরান বা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ওপেন-সোর্স ইন্টেল নাকে একটি ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার দিয়েছেন। যেখানে বলা হয়েছে, কড়া নিরাপত্তায় ঘেরা ফোর্ডো পারমাণবিক স্থাপনাটি ‘শেষ’ না ধ্বংস হয়ে গেছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই যাচাই না করা ও ভুল তথ্যভিত্তিক উৎস থেকে তথ্য শেয়ার করার জন্য পরিচিত।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: