Tuesday, December 16, 2025
Tuesday, December 16, 2025
Homeরাজনীতিইলেকট্রিক সাপ্লাই ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

ইলেকট্রিক সাপ্লাই ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

আওয়ামী সন্ত্রাসীদের সকল ষড়যন্ত্র
রাজপথে থেকে মোকাবেলা করা হবে।

স্বৈরাচার মানবতা বিরোধী ও গণহত্যাকারী খুনি হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর শাখার ইলেকট্রিক সাপ্লাই ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
রবিবার (১৬ নভেম্বর) নগরীর ইলেকট্রিক সাপ্লাই থেকে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির দাবিতে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা, প্রশাসন দিয়ে হয়রানী, দলীয় ক্যাডারদের দিয়ে নির্যাতন, গুম, খুন সহ পরিবারের সদস্যদের উপর নির্যাচন করেছে। এমনকি ছাত্র-জনতার গণআন্দোলনে প্রশাসন ও দলীয় ক্যাডারদের দিয়ে নির্বিচারে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্র এবং নিরীহ মানুষদেরকে গুলি করে হত্যা করেছে এবং আহত করেছে। স্বৈরাচার মানবতা বিরোধী ও গণহত্যাকারী খুনি হাসিনা পালিয়ে গিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তার দলীয় ক্যাডারদের দিয়ে দেশের বিভিন্ন স্থানে আগুন দিয়ে মানুষের জান-মালের ক্ষতি করছে। তারা বলেন, ইলেকট্রিক সাপ্লাই ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা ১৭টি বছর যেভাবে রাজপথে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তেমনিভাবে এই আওয়ামী সন্ত্রাসীদের সকল ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবেলা করবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শফি সাইদ, সিলেট মহানগর যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য রেজওয়ান আহমদ, সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের সবেক আহবায়ক কমিটির সদস্য আব্দুস সামাদ ফাহিম, সিলেট মহানগর যুবদল সহ সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সাকি, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা লিটন আহমদ, সিলেট মহানগর যুবদল নেতা আমির হোসেন হাজারী, রাজন আহমদ, রাফি আহমদ, সায়মন আহমদ, সুমন আহমদ, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ রেজাউল হাসান মাসুম, সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রায়হান উদ্দিন রাজু, সিলেট মহানগর যুবদল সহ সাংগঠনিক সম্পাদক সুমন মজুমদার, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সিলেট মহানগর যুবদল নেতা সাজন মহমুদ, সিলেট মহানগর শ্রমিক দল নেতা সুজন আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজিব, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম ফয়েজ, সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম স্বপন, সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ, ৫নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক নূরান আহমদ রুপায়েল, যুগ্ম আহবায়ক এমদাদুল হক জুলহাস প্রমুখ। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: