Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeঅর্থ বাণিজ্য‘ইসলামিক কর্ণার’ স্থাপনের ফলে পূবালী ব্যাংক গ্রাহকদের আরো বেশি করে সেবা দিতে...

‘ইসলামিক কর্ণার’ স্থাপনের ফলে পূবালী ব্যাংক গ্রাহকদের আরো বেশি করে সেবা দিতে পারবে ————–মো. মোশাহিদুল্লাহ।

স্টাফ রিপোর্ট, সিলেট।

পূবালী ব্যাংক পিএলসি সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মোশাহিদুল্লাহ বলেছেন, পূবালী ব্যাংক পিএলসি বর্তমানে গ্রাহকদের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে। এটা সম্ভব হয়েছে দক্ষতা ও আন্তরিকতার সাখে ব্যাংক পরিচালনার কারনে। সারাদেশে ‘ইসলামিক কর্ণার’ স্থাপনের ফলে পূবালী ব্যাংক গ্রাহকদের আরো বেশি করে সেবা দিতে পারবে। পূবালী ব্যাংকের সুনাম ধরে রেখে ব্যাংকের কার্যক্রম এগিয়ে নিতে আন্তরিকতার সাথে গ্রাহকদের সেবা প্রদানের জন্য কর্মকর্তা ও কর্মচারীর প্রতি আহবান জানান।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর পূবালী ব্যাংক পিএলসি স্টেশন রোড শাখায় ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি ফিতা ও কেক কেটে স্টেশন রোড শাখায় নব আঙ্গিকে সজ্জ্বিত ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন করেন।

স্টেশন রোড শাখার ব্যবস্থাপক নির্মল কান্তি দাস এর সভাপতিত্বে এবং শাখার ডেপুটি জুনিয়র অফিসার জুয়েল আহমেদ এর উপস্থাপনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সমরেন্দ্র কুমার নাথ, জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা সিলেটের প্রিন্সিপাল হাফেজ মজুদ্দীন আহমেদ। স্বাগত বক্তব্য প্রদানকালে স্টেশন রোড শাখার ব্যবস্থাপক নির্মল কান্তি দাস গ্রাহকদের আরো আন্তরিকতার সাথে সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকের মধ্যে বক্তব্য রাখেন মুজিবুর রহমান ও বেলাল আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্রে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইয়াহিয়া আহমেদ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: