Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeজাতীয়উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহত ১৯, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক।

উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহত ১৯, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক।

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে আহত হয়েছেন ১৬৪ জন।

বিকেল ৫টার দিকে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা দেওয়া হয়।

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানিয়েছিলেন, এ দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। আহত অর্ধশতাধিক।

আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিভিন্ন হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। এর মধ্যে উত্তরা আধুনিক হাসপাতালে ১২০ জন অগ্নিদগ্ধ চিকিৎসা নিয়েছেন। ওই হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক আকাশ সাংবাদিকদের বলেন, এখানে অগ্নিদগ্ধ ১২০ জন চিকিৎসা নিয়েছেন। বেশিরভাগেরই শরীর ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে। বেশিরভাগেরই বয়স ১৪ থেকে ২০ বছর।

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বেলা সাড়ে ৩টা পর্যন্ত ২৮ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি একটি শ্রেণিকক্ষের ওপর আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে ভবনটিতে আগুন ধরে যায়।

শিক্ষাপ্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে কোচিং ক্লাস চলছিল। এই সময় প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: