Saturday, December 20, 2025
Saturday, December 20, 2025
Homeসারা বাংলাউসমান হাদীর খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ডিমলায় বিক্ষোভ মিছিল।

উসমান হাদীর খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ডিমলায় বিক্ষোভ মিছিল।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ উসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ডিমলা উপজেলার বিজয় চত্বরে জুলাই ঐক্য সাধারণ ছাত্র-জনতা ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি উসমান হাদীর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মজিবুল ইসলাম, সভাপতি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবশক্তি, নীলফামারী জেলা। সমাবেশে বক্তব্য রাখেন, মিজানুর রহমান সবুজ, আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, ডিমলা উপজেলা, সাইদুজ্জামান বাবু, কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবশক্তি, আসরাফুল আলম, আহ্বায়ক, বৈষম্যবিরোধী আন্দোলন, ডিমলা উপজেলা, আজিনুর রহমান, সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ, তাইবুল ইসলাম, সহ-সভাপতি, ছাত্র অধিকার পরিষদ, নীলফামারী জেলা, আকিক ইসলাম, যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল, ডিমলা উপজেলা হালিমুল হোসেন রাসেল, সদস্য সচিব, ছাত্রদল, ডিমলা উপজেলা, আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি, ছাত্রশিবির, ডিমলা উপজেলা, জিয়ারুল ইসলাম জিয়া, যুগ্ম সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ডিমলা উপজেলা, প্রিন্স লিমন, সভাপতি, ডিমলা ইসলামি কলেজ ছাত্রদল, সেলিম ইসলাম সাগর, সাবেক সদস্য, নীলফামারী জেলা ছাত্রদল, মোঃ রাব্বি ইসলাম, সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবশক্তি, নীলফামারী জেলা, এবং আবু ইউসুফ সাকিল, সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক কমিটি, নীলফামারী জেলা। এ সময় বক্তারা বলেন, শহীদ উসমান হাদী ছিলেন ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর। তাঁর নির্মম হত্যাকাণ্ড জাতির জন্য গভীর বেদনার। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: