Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeরাজনীতি‘এই মুহূর্তে দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে সুষ্ঠু নির্বাচন জরুরি’-ফয়ছল আহমদ চৌধুরী।

‘এই মুহূর্তে দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে সুষ্ঠু নির্বাচন জরুরি’-ফয়ছল আহমদ চৌধুরী।

দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে একটি সুষ্ঠু নির্বাচন জরুরি জানিয়ে বিএনপি নেতা এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি গণমানুষের রাজনীতি করে। রাজনীতিকরা মানুষের কল্যাণে কাজ করেন। একইভাবে সাংবাদিকরাও মানুষের পক্ষে তাদের লেখনি চালিয়ে যান। এই মুহূর্তে দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে একটি সুষ্ঠু নির্বাচন জরুরি।

মঙ্গলবার (২৫ মার্চ) সিলেটের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান মুজিব, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক মো. ছরওয়ার হোসেন, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, বিয়ানীবাজার উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল মান্নান, বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেলাল আহমদ, আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ ও সিলেট জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মামুন আহমদ রিপন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে। অন্তবর্তী সরকার দেশ চালাচ্ছে। এখন দেশ গড়ার পালা। আর এটা সম্ভব রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমেই। তাই অতি প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে এ বছরের মধ্যেই নির্বাচন এখন সময়ের দাবি।’ তিনি বলেন, ‘এক্ষেত্রে যত বিলম্ব হবে ফ্যাসিবাদের পুররুত্থান এবং নানামুখি ষড়যন্ত্রের জাল বিস্তৃত হবে। যা ছাত্র-জনতার অর্জনকে ক্ষতিগ্রস্ত করবে।’
সংস্কারের নামে নির্বাচনে বিলম্ব করা ঠিক হবে না জানিয়ে ফয়সল চৌধুরী বলেন, ‘বিএনপি অনেক আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও এ নিয়ে সুষ্পষ্ট বক্তব্য দিয়েছেন। কিন্তু সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করার কোনো যড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না।’
বিগত কারচুপির নির্বাচনগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, ‘২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির প্রার্থী ছিলাম। আপনারা দেখেছেন, কিভাবে শুধু রাতের ভোটেই নয় দিনদুপুরেও ডাকাতি করে তারা জয় ছিনিয়ে নিয়েছে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ বিপুল ব্যবধানে আমাকে জয়ী করলেও তারা অবৈধভাবে জয় ছিনিয়ে নিয়ে জনগণের মতামতকে ভুলণ্ডিত করেছে।’

ইফতার মাহফিলে সিলেটের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। আমন্ত্রণে সাড়া দিয়ে ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফয়সল চৌধুরী বলেন, ‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে সবসময় সাংবাদিক ভাইদের পাশে পেয়েছি। সিলেট-৬ আসনে গত নির্বাচনে প্রার্থী হিসেবে গণমাধ্যমের যে সহযোগিতা পেয়েছি সে জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেহেতু রাজনীতি করি, তাই আগামী নির্বাচনেও দলীয় মনোনয়ন পেলে নির্বাচন করব ইনশাল্লাহ। এক্ষেত্রে অতীতের মতো আপনাদের পাশে চাই। আপনাদের পরামর্শ ও সহযোগিতা চাই। শুধু নির্বাচনই নয় সকল ক্ষেত্রে আমি আপনাদের আমার পাশে চাই।’

তিনি বলেন, ‘সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা সব দেখছেন, জানেন। দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা আপনাদের দায়িত্ব পালন করে যাবেন এটুকু অনুরোধ।’ বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: