Saturday, December 20, 2025
Saturday, December 20, 2025
Homeরাজনীতিএনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ।

এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাণীশংকৈল শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র রাণীশংকৈল উপজেলার সংগঠক, মোকারম হোসেন সাদ্দাম, নূর নবী, শাহজান আলী , পিয়ারুল হোসেন ও জুলাই যোদ্ধা হাবিব প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নেতৃবৃন্দের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা নিঃসন্দেহে চরম নিন্দনীয় ও ন্যাক্কারজনক। এদেশের মানুষের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ফ্যাসিবাদী শক্তিকে দ্রুত প্রতিহত ও অপসারণ করতে হবে এছাড়াও সকল সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: