
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান সিলেট নগরীসহ সমগ্র দেশের উন্নয়নের রূপকার বলে মন্তব্যে করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ১ম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির রূপকার এম সাইফুর রহমান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম রূপকার। রাজনৈতিক জীবনে দেশ ও জাতির উন্নয়নে তিনি অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। তার জীবনকর্ম থেকে আমাদের অনেক শেখার আছে। নতুন প্রজন্মের সামনে এম সাইফুর রহমানের জীবনকর্ম তুলে ধরতে হবে। মরহুম এম সাইফুর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিবিদ। সমাজের সব শ্রেণীর মানুষের জীবনমান উন্নয়নে তিনি আমৃত্যু কাজ করেছেন। দাতাদের সাহায্যনির্ভরতা থেকে অর্থনীতিকে বের করতে বাণিজ্য উদারীকরণ করেছেন। সরকারের রাজস্ব আয় বাড়াতে চালু করেন ভ্যাট আইন। সব মিলিয়ে তিনিই প্রথম বাংলাদেশের অর্থনীতির সংস্কার করেন।
তিনি শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও বাদ আসর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী পরিচালনায় কর্মসূচি গুলোতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি ডা: আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, মাহবুবুল হক চৌধুরী, মির্জা বেলায়েত হোসেন লিটন, আব্দুল ওয়াহিদ সুহেল, সৈয়দ রেজাউল করিম আলো, আক্তার রশিদ চৌধুরী, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, অর্থনীতি বিষয়ক সম্পাদক মো: আবুল মুনিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, কার্যনির্বাহী সদস্য মো: নজির হোসেন, আব্দুল মুমিন, মতিউর রহমান শিমুল, শেখ মোহাম্মদ ইলিয়াস আলী হায়দার মজনু সায়িদ আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিনার আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি প্রমূখ।
এদিকে মহানগর বিএনপির নেতৃবৃন্দ সকালে মৌলভীবাজারে মরহুমের নিজ বাড়িতে সাবেক সংসদ সদস্য ও মরহুমের পুত্র নাসের রহমানকে সঙ্গে নিয়ে তারা কবর জিয়ারত ও শেষে শ্রদ্ধা নিবেদন করেন। বিজ্ঞপ্তি