
সিলেটে নারী উদ্যোক্তাদের সর্ববৃহত প্লাটফর্ম সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নব নির্বাচিত পরিচালনা পরিষদের অভিষেক অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। মেজরটিলাস্থ মানারা ফুড আইল্যান্ডের হলরুমে বেলঃা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উইমেন এন্টারপ্রেনার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা নাসরিন আওয়াল মিন্টু। অনুষ্ঠান সফল করার লক্ষ্যে গঠিত উপ-কমিটির উদ্যোগে ইতোমধ্যে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা বলেন, গেল ৭ সেপ্টেম্বর একটি উৎসবমুখর পরিবেশে ভোটারদের সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে প্রথমবারের মতো সিলেট উইমেন চেম্বার একটি নতুন পরিচালনা পরিষদ পেয়েছে। ফলে প্রথমবারের মতো নির্বাচিত এই পরিষদ নতুন সম্ভাবনায় যাত্রা করতে চায়। এই যাত্রায় চেম্বারের সকল উদ্যোক্তাদের সাথে নিয়ে পর্ষদের উদ্যোগে সিলেটের সূধীজনদের নিয়ে এই অভিষেক অনুষ্ঠান। তিনি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।



