Saturday, December 13, 2025
Saturday, December 13, 2025
Homeবিশেষ প্রতিবেদনওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে রাণীশংকৈলে ছাত্র-জনতার বিক্ষোভ।

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে রাণীশংকৈলে ছাত্র-জনতার বিক্ষোভ।

সুজন আলী, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে রাণীশংকৈল পৌর শহরের জুলাই চপ্তর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ ও আল হাবিব, ইসলামি ছাত্র শিবির নেতা সাদিকুল ইসলাম মুন্না, সাব্বির হোসেন, গণ-অধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন, এনসিপি নেতা শাহজাহান আলী প্রমুখ। বক্তারা বলেন, একজন প্রার্থীকে লক্ষ্য করে হামলা দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা। তারা আরও জানান, হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: