২নং খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদী লুনার সমর্থনে, নিহত উসমান হাদীর মাগফেরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপি চেয়ারপার্সন, দেশমাতা দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত শারীরিক সুস্থতা এবং গুম হওয়া জাতীয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশেষ দোয়া করা হয়। শনিবার (২০ ডিসেম্বর) রাতে খাজাঞ্চি ইউনিয়ন কমপ্লেক্স হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন খাজাঞ্চি স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আব্দুর রহমান।
২নং খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম আকবরের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উসমান হাদীর খুনিদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেশকে অস্থিশীল করতে একটি চক্র উঠে পড়ে লেগেছে। তাই যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে অন্তবর্তীকালীন সরকরের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক হয়ে উঠেছেন। তাঁর সুস্থতা মানেই দেশের গণতন্ত্রের পথে ফেরার আশা আরও শক্তিশালী হওয়া। তিনি আরো বলেন, সিলেটের মাটি কখনো অন্যায় ও জুলুমকে মেনে নেয়নি। সেই ধারাবাহিকতায় ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদী লুনা একজন যোগ্য, ত্যাগী ও জনগণের কণ্ঠস্বর। তাঁকে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সুলতান মিয়া মেম্বার, ধন মিয়া, সৌদি আরব মাসনা বিএনপির সাবেক সভাপতি আরফান আলী, রুহুল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল খান মুন্না, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আবু সৈয়দ, উপজেলা শ্রমিকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল আহমদ, ৫নং ওয়ার্ড সদস্য আব্দুর রব রাজু, ইউনিয়ন পরিষদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক মিয়া, দিলোয়ার হোসেন, নিজাম উদ্দিন, তাজুল ইসলাম, লায়েছ আহমদ, ইউনিয়ন কৃষকদলের সহ সভাপতি আশিক আহমদ, গেদা মিয়া, আব্দুন নুর, স্বেচ্ছাসেবকদলের সদস্য জুবেল আহমদ, আল আমিন, ধন মিয়া, সেলিম আহমদ, আবুল আহমদ, সাঈম আহমদ। এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বিএনপির সমর্থকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি