Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeবিশেষ প্রতিবেদনকনজুমারস এসোসিয়েশন শক্তিশালী হলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে ------------খান মো. রেজা-উন-নবী।

কনজুমারস এসোসিয়েশন শক্তিশালী হলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে ————খান মো. রেজা-উন-নবী।

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, জনগণকে অধিকার আদায়ে সচেতন হতে হবে। কনজুমারস এসোসিয়েশন শক্তিশালী হলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। ছাত্র-জনতার আন্দোলনে গঠিত নতুন বাংলাদেশের অঙ্গীকার দূর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন ও জন আকাক্সক্ষা প্রতিষ্ঠায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার (৩০ জুন) সকালে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাংলাদেশ ফিমেইল একাডেমী মিলনায়তনে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট এর উদ্যোগে ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এর সহযোগিতায় আয়োজিত কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক সিলেট বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরোও বলেন, একটি দূর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে ফ্যাসিবাদ হটাতে ছাত্র-জনতা যেভাবে আন্দোলন-সংগ্রাম করেছিলেন তাদের সেই রক্ত বিফলে যেতে পারে না। আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, যেখানে থাকবে না কোন দূর্নীতি ও স্বজনপ্রীতি। সেই বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। তিনি ক্যাবের কার্যক্রম আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মোহাম্মদ রেজাউল করিম, দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার, দিরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, শান্তিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ফজলে রাব্বী, অধ্যক্ষ নাজমা বেগম, সিলেটের বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, যুক্তরাজ্য ক্যাবের সভাপতি আনিছ চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ শিপন সাদী, দিরাই উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি বেগম চৌধুরী।
ক্যাব দিরাই উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক সামছুল ইসলাম সরদার খেজুর এর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন ক্যাব সিলেটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন আহমদ, সুনামগঞ্জ জেলার সভাপতি দেলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, হবিগঞ্জ জেলার সভাপতি দেওয়ান মিয়া, মৌলভীবাজার শাখার সভাপতি সৈয়দ মহসিন, সাধারণ সম্পাদক হোসেন আহমদ।

সম্মেলনে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ক্যাব সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক সাংবাদিক মো. দুলাল হোসেন, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাহাব উদ্দিন শাহীন, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাংবাদিক তোফায়েল আহমদ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: