মো. সাইদুল ইসলাম, (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় হতদরিদ্র নারীদের মাঝে ভিডব্লিউবি (Vulnerable Women Benefit) কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নিরঞ্জনা আক্তার হেনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব মো. শহিদুর রহমান, ইউপি সদস্য তবিরুন্নেসা, শ্যামল চৌধুরী , রইছ আলী, জসিম উদ্দিন, হায়দর আলী,তবিরুন্নেছা , সত্যজিত সিংহসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ এরই অংশ, যা হতদরিদ্র নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
উল্লেখ্য, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় আলীনগর ইউনিয়নের মোট ১৭৩ জন হতদরিদ্র নারীকে ৩০ কেজি করে চালসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয়েছে।