Sunday, September 21, 2025
Sunday, September 21, 2025
Homeবিশেষ প্রতিবেদনকমলগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ

কমলগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ

মো. সাইদুল ইসলাম
(মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিডব্লিউবি (VWB) কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নিরঞ্জনা আক্তার হেনা ।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব মো. শহিদুর রহমান, ইউপি সদস্য রইস আলী, তোফাজ্জল করিম শ্যামল চৌধুরী, হায়দার আলী, জসিম উদ্দিন, তবিরুন নেছা, গৌরী রানী কৈরী, সত্যজিত সিংহসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় এই ভিডব্লিউবি চাল বিতরণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য সহায়ক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ভিডব্লিউবি (Vulnerable Women Benefit) কর্মসূচি হলো সরকারের একটি সামাজিক নিরাপত্তা উদ্যোগ, যার মাধ্যমে হতদরিদ্র নারীদের বিনামূল্যে চালসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয়। এ কর্মসূচির আওতায় আলীনগর ইউনিয়নের মোট ১৭৩ জন হতদরিদ্র নারী উপকারভোগীর প্রত্যেককে ৬০ কেজি করে দুই মাসের চাল বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: