
গোবিন্দ মল্লিক :
মৌলভীবাজার জেলা প্রতিনিধি।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার, কুলাউড়া সাজ ভিডিও এন্ড ফটোগ্রাফার এসোসিয়েশন এর নবগঠিত কমিটি ঘঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। কুলাউড়া সাজ,ভিডিও এন্ড ফটোগ্রাফার এসোসিয়েশন সভাপতি সবুজ আহমদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃমহিউদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়া,
বিশেষ অতিথি: প্রাণেশ চন্দ্র বর্মা,উপজেলা সমাজসেবা অফিসার,কুলাউড়া। মোঃ গোলাম আফসার, অফিসার ইনচার্জ, কুলাউড়া থানা।
আব্দুল আলিম চৌধুরী আলী, সভাপতি মৌলভীবাজার ভিডিও ও ফটো গ্রাফার এসোসিয়েশন বিভাগীয় শ্রম অধিদপ্তর রেঃজিঃ০০৬।
কার্তিক পাল,সাভাপতি,ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি,সিলেট।
সিতার আহমদ, সাধারণ সম্পাদক, মৌলভীবাজার ভিডিও ও ফটো গ্রাফার এসোসিয়েশন।
আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার ভিডিও ও ফটো গ্রাফার এসোসিয়েশন।
গোবিন্দ মল্লিক, প্রচার সম্পাদক, মৌলভীবাজার ভিডিও ও ফটো গ্রাফার এসোসিয়েশন।
সবুজ আহমদ,সভাপতি, কুলাউড়া সাজ,ভিডিও এন্ড ফটোগ্রাফার এসোসিয়েশন। বদরুলজামান সজল,সভাপতি ব্যাবসায়ী কল্যাণ সমিতি, কুলাউড়া, আতিকুল রহমান আখাই সাধারণ সম্পাদক, ব্যাবসায়ী কল্যাণ সমিতি, কুলাউড়া উপজেলা।
এসময় উপস্থিত অতিথির মধ্যে বক্তব্য মৌলভীবাজার জেলা ও সিলেট বিভাগ রূপান্তরিতে ভিডিও ও ফটো গ্রাফার এসোসিয়েশন এর সকল ইউনিট ঐক্য হয়ে এক যুগে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলি ভাতৃত্বের বন্ধনে সকল জেলা, সদর,উপজেলা, বিভাগ একটি প্ল্যাটফর্মে কাজ করার আহবান জানান।