দীর্ঘ একুশ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল সম্মেলন ও কাউন্সিলে সরাসরি উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল হাসান রাকিব, আয়োজক সিলেট মহানগর ছাত্রদল ও এমসি কলেজ ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ ও নির্বাচনে অংশগ্রহনকারী সকল প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি সোমবার (১১ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় এমসি কলেজ ছাত্রদল নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এটি খুবই ইতিবাচক বিষয়। এই বিজয় বিএনপির আদর্শ, একতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ছাত্র সমাজের আস্থার প্রতিফলন। আশা করি, নবনির্বাচিত নেতৃত্ব ছাত্র সমাজের মর্যাদা রক্ষা, মানোন্নয়ন এবং দেশ ও মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি দিনব্যাপী কাউন্সিলের অংশগ্রণ করে তা প্রাণবন্ত করে তুলেন ও সফল ভাবে মহানগর ছাত্রদল এই আয়োজনটি করায় এবং নির্বাচিত নেতৃবৃন্দ, অংশগ্রহণকারী এবং ভোটারদের ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি। বিজ্ঞপ্তি