
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর নগরীর কালীঘাটস্থ হযরত শাহচট (রহ.) জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের পূর্বে সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেন, জাতির এই সংকটময় মুহূর্তে আপোসহীন দেশনেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে হারিয়ে আমরা এতিম হয়ে গেলাম। তাঁর অভিভাবকসুলভ দিকনির্দেশনা আজ জাতির জন্য খুবই প্রয়োজন ছিল। সারাদেশের মানুষের চোখের জল আর আবেগই বলে দেয়, বেগম খালেদা জিয়া রাজনীতির গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তিনি বলেন, আমরা মহান আল্লাহর কাছে বেগম জিয়ার রুহের মাগফেরাত এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান বানানোর জন্য প্রার্থনা করছি। পুরো জাতিকে যেন আল্লাহ এই শোক সহ্য করার শক্তি দান করেন।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন সিলেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হাজী আব্দুল আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী ফালাহ উদ্দিন আলী আহমদ, সমিতির কোষাধ্যক্ষ আমিনুর রহমান ইমন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সামন, প্রচার সম্পাদক ইমতিয়ার হোসেন আরাফাত, কার্যকরী কমিটির সদস্য মারুফ আহমদ, আখতারুজ্জামান দৌলা, হাসান আহমদ, আলহাজ্ব আবুল হোসেন হুমায়ুন, শাহ আলম শাহান, মাহবুবুর রহমান জনি ও এম এ হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী জমশেদ আলম, আব্দুল আউয়াল তালুকদার, মো. বাবুল মিয়া, রুহুল আমিন সিদ্দিক, সাহেদ আহমদ, দেলোয়ার হোসেন রাসেল, করিম ভূঁইয়া প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হযরত শাহচট (রহ.) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কালাম। এসময় উপস্থিত ছিলেন ইমাম ও খতিব হাফেজ মাওলানা বশির উদ্দিন।



