তিন বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ আসন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক আপসহীন নেত্রী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ, নেতৃত্ব ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন দেশের আপামর মানুষের আশ্রয়স্থল। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমনে তিনি বারবার নির্যাতন-নিপীড়ন, কারাবরণ ও দুঃখ-কষ্ট সহ্য করেছেন। আজ তাঁর অনুপস্থিতিতে দেশ এক গভীর শূন্যতার মুখে পড়েছে। মরহুমা খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই বিএনপি আগামী দিনে দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রাখবে।
তিনি আরো বলেন, আগামী দিনে বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে বিএনপির বর্তমান চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।
বুধবার (১৪ জানুয়ারি) রাত ৯টায় বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়র মুন্সিরবাজারে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অলংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি বজলু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা এবং ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক, যুক্তরাজ্যে অল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদ আলী মেম্বার, আজাদ মিয়া মেম্বার, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খালেদ আহমদ, বিএনপি নেতা ফজলু মিয়া, ইসলাম উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামসুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সদস্য আমির আলী, আওলাদ হোসেন, আতিকুর রহমান আতিক, ইউনিয়ন যুবদলের সভাপতি ময়নুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোক সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগামী ২২ জানুয়ারি সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে দেশনায়ক তারেক রহমানের সমাবেশ সফল করার লক্ষ্যে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি