Tuesday, December 16, 2025
Tuesday, December 16, 2025
Homeরাজনীতিখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেটে এসএমইউজে'র দোয়া মাহফিল।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেটে এসএমইউজে’র দোয়া মাহফিল।

জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে ছিলেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিলেট মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে) এর উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল বুধবার (৩ ডিসেম্বর) সিলেট প্রেসক্লাব ভবনে আয়োজন করা হয়।
এসএমইউজের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদের সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট -১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
বক্তারা বলেন, বেগম জিয়া দেশের মাটি ও মানুষকে এতোটাই ভালোবাসেন যে স্বৈরাচারী আমলে অনেক নির্যাতনের পরও তিনি জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে ছিলেন। তিনি দেশের জন্য, জনগণের জন্য বিদেশে যাননি। ‘বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির নেই। ভালো কাজ করেছেন বলেই তাঁর জন্য সারা বিশ্বে দোয়া করা হচ্ছে। আজ তিনি সংকটাপূর্ণ অবস্থায়। গোটা বাংলাদেশ আজ একটা শোকের মতো অবস্থায়।
দোয়া মাহফিলে আরো আলোচরায় অংশ নেন-মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। দোয়া পরিচালনা করেন সিলেট জেলা জামায়াত আমীর মাওলানা হাবিবুর রহমান।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- এসএমইউজে’র সিনিয়র সহসভাপতি ও দৈনিক সিলেটের ডাক’র প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিনিয়র সাংবাদিক আমজাদ হোসাইন, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, বাসস’র ব্যুরো প্রধান সেলিম আউয়াল, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, এভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, মহানগর বিএনপির সহসভাপতি আমির হোসেন, সিলেট সদর উপজেলা বিএনপি সভাপতি আবুল কাশেম, সিনিয়র সাংবাদিক আব্দুৃর রাজ্জাক, এম এ মতিন, কামকামুর রাজ্জাক রুনু, চৌধুরী মো. জিলন, মো. আফতাব উদ্দিন, কাউসার চৌধুরী, শুয়াইব আহমদ, আনাস হাবিব কলিন্স, ফারুক আহমদ, খালেদ আহমদ মেহেদী, নূর আহমদ, নাজমুল কবির পাবেল, দুলাল আহমদ, শফি আহমদ শফি, শেখ আব্দুল মজিদ, শাহ মো. কয়েস আহমদ, মাওলানা মঈনুল ইসলাম, জুনেদ আহমদ চৌধুরী, আশ্রাফুল ইসলাম ইমরান, ইসা তালুকদার, রহমান ফারুক, নূরুল ইসলাম, জয়নাল আবেদীন, এইচ এম শহীদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অন্যতম অভিভাবক ও জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করছি, মহান আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থতা দান করেন, আরো হায়াত দান করেন।। আপনাদের সবার কাছে আমরা অনুরোধ করব, তাঁর জন্য দোয়া করবেন। দোয়া ছাড়া তাঁর সামনে আর কোনো পথ নেই।’

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: