Tuesday, December 16, 2025
Tuesday, December 16, 2025
Homeরাজনীতিখালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায়-আল-ফালাহ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায়-আল-ফালাহ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিলেট মহানগরীর ৩৭ নং ওয়ার্ড বিএনপির আওতাধীন ক্কাড়ীপাড়া পাড়া কমিটির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৭ ডিসেম্বর) বাদ আছর আল-ফালাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া তার গোটা জীবন বিলিয়ে দিয়েছেন। তিনি গণতন্ত্র রক্ষায় সব সময় ছিলেন আপোষহীন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচন ও পরবর্তীকালে যেকোনও সংকটে তাকে অত্যন্ত প্রয়োজন। তিনি এদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ও অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন, আমি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সিলেটসহ দেশের সকল মানুষের কাছে দোয়া প্রার্থনার জন্য বিশেষভাবে দোয়া করা জন্য অনুরোধ করছি। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বেগম জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মসজিদের ইমাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: