Tuesday, December 16, 2025
Tuesday, December 16, 2025
Homeরাজনীতিখালেদা জিয়া সাহস ও অনুপ্রেরণার উৎস, সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ : মাহবুব...

খালেদা জিয়া সাহস ও অনুপ্রেরণার উৎস, সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ : মাহবুব চৌধুরী।

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। তিনি স্বাস্থ্য ঝুঁকি ও সংকটে রয়েছেন। তার জন্য আয়োজিত এক দোয়া মাহফিলের পূর্বে বিএনপি নেতা, সুনামগঞ্জ ০২ আসনে সংসদ সদস্য প্রার্থী, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে তিনি কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদী রাষ্ট্রচক্রের লাগাতার নির্যাতন, মিথ্যা মামলার পরিক্রমা এবং রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহতার মাঝেও তার অটল মনোবল ও আপোশহীন অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৯৯০-এর গণঅভ্যুত্থান, স্বৈরতন্ত্রবিরোধী সংগ্রাম এবং পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যেকটি পর্বে বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে। বিএনপি আজ দেশের সবচেয়ে জনপ্রিয় দল। চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার সাহস ও অনুপ্রেরণার উৎস। দলীয় কাজে বহু স্মৃতি জড়িয়ে আছে নেত্রীর সাথে। বাংলাদেশের বহু প্রজন্ম ও তাকে দেখেছে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে। সর্বশক্তিমান মহান আল্লাহ খালেদা জিয়াকে সুস্থতা প্রদান করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করার সুযোগ দেবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন বিএনপির এই নেতা।

আজ বুধবার ৩ ডিসেম্বর ২০২৫ সিলেট মহানগরীর বন্দর বাজারে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

বিএনপি নেতা ও স্হানীয় হকার্স মার্কেট ব্যবসায়ী আব্দুল জলিলের সভাপতিত্বে দোয়া মাহফিলে মোনাজাত করেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের হাফিজ আবিদ আহমদ। আরো অংশ নেন হকার্স মার্কেটের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, দপ্তর সম্পাদক সামীম চৌধুরী, বিএনপি নেতা সৈয়দ আখতার আহমদ, ফয়ছল আহমদ, মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহ ধর্ম সম্পাদক সজিব চন্দ্র দেব, ব্যবসায়ী মারুফ আহমদ, তুহিন মিয়া প্রমূখ।

ছবির ক্যাপশন – গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বন্দর বাজারে আয়োজিত এক দোয়া মাহফিলের পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপি নেতা, সুনামগঞ্জ ২ আসনে সংসদ সদস্য প্রার্থী মাহবুব চৌধুরী।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: