Sunday, December 21, 2025
Sunday, December 21, 2025
Homeরাজনীতিগণতন্ত্রের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া-এসএম জিলানী।

গণতন্ত্রের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া-এসএম জিলানী।

মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী বলেছেন, গণতন্ত্রের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের গণতন্ত্রের মা। বাংলাদেশের মানুষ অনেকদিন তাকে দেখতে পারেননি। বহু মানুষের আকাংক্ষা তিনি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন। আমরা তাঁকে সুস্থ দেখতে চাই। আমরা তাঁকে সুস্থ দেখতে চাই, সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক তিনি।
তিনি বলেন, তিনি সবসময় দেশের মানুষের উপর এবং আল্লাহর উপর ভরসা রাখছেন। আমরা দেখেছি যখন তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসার প্রয়োজন ছিল, তখন তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি।
তিনি মঙ্গলবার অসুস্থ দেশনেত্রী গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামরা করে মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিল পূর্বেক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আফসর খানের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, যুগ্ম আহবায়ক আমির আলী, উসমান হারুন পনি, আজিজ খান সজীব, সদস্য তছির আলী, মিসবাহ আহমদ জেইন,দেওয়ান রেজা মজিদ, আবির হাসান মুহিন, বিমল দেবনাথ, জিবুর রহমান জিয়া, ইকবাল হোসেন, জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, নরুল হোক মাসুম, সোলেমান খা, গোলাম রাব্বানী, মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য কাওসার হোসেন রকি, সোবহান আজাদ, হোসেন খান ইমাদ, সোহেল আহমদ ৬টি থানা আহবায়ক ও সদস্য সচিব ও ৪২ ওয়ার্ড আহবায়ক ও সদস্য সচিব ও নেতৃবৃন্দ। শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য ইবনে জাহান তানভীর।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: