Friday, November 7, 2025
Friday, November 7, 2025
Homeরাজনীতিগণতন্ত্র পুনরুদ্ধার ও শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে জনগণের ঐক্য প্রয়োজন: অ্যাড...

গণতন্ত্র পুনরুদ্ধার ও শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে জনগণের ঐক্য প্রয়োজন: অ্যাড এমরান আহমদ চৌধুরী।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সিএনজি শ্রমিক, দিনমজুর, কৃষক, সাধারণ ব্যবসায়ী, আপনারাই এই দেশের চালিকাশক্তি। আপনাদের সমস্যাগুলো সমাধানে আমি কাজ করতে চাই। আপনারা আমার শক্তি, আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা। তিনি আরও বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটা জনগণের অধিকার ফিরে পাওয়ার সংগ্রামের প্রতীক। আপনাদের একটি ভোট আমাদের জন্য নয়, আপনাদের ভবিষ্যতের জন্য। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আর আজ সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের লড়াই চলছে। আমরা জনগণের ম্যান্ডেট ফিরিয়ে দিতে চাই। তিনি জাতির গণতান্ত্রিক অধিকার রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার কমলগঞ্জ বাজার সিএনজি শাখা কর্তৃক আয়োজিত বিশাল জনসভা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কমলগঞ্জ বাজার সিএনজি শাখার সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ ও কমলগঞ্জ বাজার সিএনজি শাখার সাধারণ সম্পাদক সিহাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড আবু তাহের, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাঈদ আহমদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আহমদ, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জুশেদ আহমদ, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি মনির উদ্দিন, ১নং ওয়ার্ড সভাপতি জহির উদ্দিন, ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবিদুল হক শাহান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আং মতিন, ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি আজির উদ্দিন, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম মিশু, আং মুমিন, মিনহাজুর রহমান মুকুল, তুফায়েল আহমদ, সুহেদ আহমদ, আবু বক্কর, আরিফ, মোস্তাক চৌধুরী, জাকির চৌধুরী, মুর্শেদ, রুবেল, আজিদুল হক সাহান, জুনেদুল ইসলাম, শাহজাহান, রাজন আহমদ রাজু, সেলু, ৪নং ওয়ার্ডের দিপু আহমদ, জাহেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: