
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনাসহ গণভোটে ভোটারদের অংশগ্রহণ ও সচেতনতা বাড়াতে কয়েকদিন ধরে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে উপজেলা প্রশাসন।
এ সময় নির্বাচনী আচরণবিধি অনুযায়ী অপ্রয়োজনীয় ব্যানার ও পোস্টার অপসারণ করা হয় একইসাথে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনগণকে গণভোট সম্পর্কে অবহিতকরণ করা হয় এবং নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়। (১০ জানুয়ারী) শনিবার মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলায় নির্বাচনের আচরণবিধি নিশ্চিতকরণের জন্য দায়িত্বপ্রাপ্ত উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির এবং জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শেখ ইমাম মোশারফ। এবং ডিমলা থানা পুলিশের একটি চৌকস টিম ও গ্রাম পুলিশ এসময় সহযোগিতা করে ও ডিমলা উপজেলায় নির্বাচনের আচরণবিধি নিশ্চিতকরণের জন্য উপজেলা প্রশাসন ডিমলার কার্যক্রম অব্যাহত থাকবে।



