Wednesday, November 5, 2025
Wednesday, November 5, 2025
Homeসম্পাদকীয়গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আলীকদমে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ..

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আলীকদমে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ..

শুভরঞ্জন বড়ুয়া
আলীকদম ( বান্দরবান ) প্রতিনিধি।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি মানববন্ধন করেছে বান্দরবান জেলার আলীকদম উপজেলার কর্মরত সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) বিকালে আলীকদম প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিকরা বলেন, প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হয়। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একইদিনে গাজীপুরে আরো এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন এবং নিহত সাংবাদিক তুহিনের পরিবারের ভরণপোষণের দ্বায়িত্ব রাষ্ট্রকে নিতে আহ্বান জানান।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক হাসান মাহামুদ। আলীকদম প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এস.এম জুয়েল। রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি শুভ রঞ্জন বড়ুয়া। আলীকদম সাংবাদিক ফোরামের সভাপতি তৌহিদুল ইসলাম। রিপোর্টাস ক্লাবের সভাপতি জয়দেব রাজ। সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোস্তাইন বিল্লাহ। দৈনিক সাঙ্গু পত্রিকার আলীকদম প্রতিনিধি সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ। দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি মো.জয়নাল আবেদীন। দৈনিক অগ্রযাত্রা পত্রিকার আলীকদম প্রতিনিধি জেএম হাশেম। বাংলাদেশ সমাচার পত্রিকার আলীকদম প্রতিনিধি জমির উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। তারা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিকরা। একই সঙ্গে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হলে সারাদেশের সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: