Thursday, August 7, 2025
Thursday, August 7, 2025
Homeরাজনীতিগোপালগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে...

গোপালগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ।

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১৮ জুন) দুপুরে বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জ জেলা শহরের চৌরঙ্গী, কাপড়পট্টি, গেঞ্জিপট্রিসহ বিভিন্ন স্থানে গিয়ে দোকানে দোকানে ও বিভিন্ন শ্রেণীপেশার সাধারন মানুষের হাতে এ লিফলেট তুলে দেয়া হয়। লিফলেট বিতরণকালে গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান রেন্টু, কোকো ক্রিয়া পরিষদ এর আহ্বায়ক জুবায়ের হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতার্মীরা উপস্থিত ছিলেন। এসময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান রেন্টু বলেন, একটি পুকুর যখন খনন করা হয় তখন কিন্তু মাটি আগে থাকে। গোপালগঞ্জে আমরা খাদের কিনারা থেকে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। একদিন না একদিন এই গোপালগঞ্জের মাটিতে আমরা বিএনপি যারা করি তারা সফল হবো। গোপালগঞ্জের মানুষকে ভুল পথ থেকে সড়িয়ে সঠিক পথে আনার জন্য আমরা আদর্শের রাজনীতি করবো। আমাদের দলে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজের কোন স্থান হবে না।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান বলেন, যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলো তখন এই সরকারের হাত থেকে পরিত্রাণ দেয়ার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রথমে ২৩ দফা ঘোষনা করেছিলেন। পরবর্তীতে এটিকে আরো উন্নত করে ২৭ দফা এবং ৫ আগষ্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য সমমনা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে কম্পিলিট ৩১ দফা ঘোষনা করেন। তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই। এটি জাতির মুক্তির সনদ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: