Monday, December 15, 2025
Monday, December 15, 2025
Homeরাজনীতিগোলাপগঞ্জে জমিয়তের খেজুরগাছের গণ মিছিলে ফখরুল ইসলাম।

গোলাপগঞ্জে জমিয়তের খেজুরগাছের গণ মিছিলে ফখরুল ইসলাম।

সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেছেন, আজকের এই গণ জোয়ার প্রমাণ করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসী আলেম উলামার খেজুর গাছের বিজয়ের অপেক্ষা করছেন। তিনি বলেন, প্রতিনিয়ত আপনাদের ভালবাসা আর অকুন্ঠ সমর্থন আমাকে বিমোহিত করছে। অতীতের সকল রেকর্ড ভেঙে ঐতিহাসিক বিজয় উপহার দেবে খেজুর গাছ। সকল বৈষম্য দূরকরে আপনাদের সাক্ষী রেখে উন্নয়ন কাজ করব। আর এখনো অব্যাহত রেখেই চলেছি আমার উন্নয়ন কর্মকান্ড।

বুধবার বেলা ২টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে উপজেলা ও পৌরসভা জমিয়তের উদ্যোগে আয়োজিত গণ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।

গণ মিছিলে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মাহফুজ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গফফার, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিয মাওঃ ফরহাদ আহমাদ, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান সোনা, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন সালিম, মাওলানা হিফজুর রহমান, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা নুরুল ইসলাম জুয়েল, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধাররণ সম্পাদক মাওলানা আব্দুল হক প্রমুখ।

সভায় মোনাজাত করেন উপজেলা জমিয়তের সভাপতি শায়খ আব্দুল মতীন নাদিয়ার হুজুর।

মিছিলটি পুরো বাজার পদক্ষিণ করে পূণরায় চৌমুহনীতে এসে সমাবেশে মিলিত হয় । আলেম উলামা, মাদরাসা ও দলের নেতাকর্মী ছাড়া সাধারণ জনগণের উপস্থিতিতে ছিল লক্ষ্য করার মত।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: