Thursday, August 7, 2025
Thursday, August 7, 2025
Homeরাজনীতিগোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রবাসীদের নিয়ে এ অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করে যাবে : এমরান...

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রবাসীদের নিয়ে এ অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করে যাবে : এমরান চৌধুরী।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রবাসীদের নিয়ে এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করে যাবে। আমি ছাত্র জীবন থেকে মানুষের কল্যাণে কাজ করছি। এই অঞ্চলের মানুষের জন্য আমি কাজ করতে চাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে সুযোগ দিয়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের উন্নয়নে কাজ করবে।

তিনি যুক্তরাজ্যের বার্মিংহামে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সর্বস্তরের জনগন এবং জাতীয়তাবাদী পরিবারের সকলের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের শহীদদের নামে স্মৃতি ফলক নির্মাণ করা হবে। এই এলাকার জন‍্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি আরও বলেন শিক্ষা , স্বাস্থ্য, রাস্তাঘাট উন্নয়ন সহ সকল উন্নয়ন মূলক কর্মকাণ্ডের মাধ‍্যমে এই এলাকাকে আধুনিক এলাকা হিসাবে পরিনত করা হবে।

বিশিষ্ট কমিউনিটি নেতা ও বিএনপি নেতা রেজাউল ইসলাম বিল্লাহ’র সভাপতিত্বে ও বার্মিংহাম সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক বাবরুল হোসেন বাবরুল পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা, সাংগঠনিক সম্পাদক মুশাহিদ তালুকদার, ফেরদৌস আলম।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জমসেদ আলী, আয়াছ মিয়া, আওলাদ হোসেন, আবজার আহমদ, জামিল আহমদ, ইকবাল আহমদ, ফয়ছল আহমদ, সৈয়দ মোস্তফা লায়েক, লুবেক আহমদ চৌধুরী, কিবরিয়া ইসলাম, আবু সাইদ চৌধুরী শাকিল, মুরশেদ আহমদ, শাকিল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: