
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীতী ইউনিয়নের গুইচাপাড়া কৃষ্ণচন্দ্রপুর গ্রামে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের ইট ব্যবহার করে রাস্তা নির্মাণের চেষ্টা করলে এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে ইউনিয়নের ২নং ওয়ার্ডের ২৭০ মিটার দীর্ঘ HBP রাস্তার কাজে।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার রাস্তা নির্মাণে তিন নাম্বার ও দুই নাম্বার ইট ব্যবহার করছেন, যা মানসম্মত নয়। এতে রাস্তার স্থায়িত্ব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মোছাঃ সুরাতন বেগম বলেন, “এই ইট দিয়ে বানানো রাস্তা কয়েকদিনের মধ্যেই ভেঙে যাবে, এমন ইট মুরগি হেঁচড়ে ফেলবে।” একইভাবে নাজিরা বেগম, জান্নাতি বেগম ও ফেরদৌসী বেগম অভিযোগ করে বলেন, “রাস্তা নিম্নমানের ইট দিয়ে তৈরি করা হচ্ছে। আমরা চাই এই রাস্তা এক নাম্বার মানের ইট দিয়ে যেন মেরামত করা হয়। এই রাস্তা দিয়েই গোরস্থানে যাওয়া হয়—তাই ভালোভাবে যেন নির্মাণ হয়।”
এ বিষয়ে চককীতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হাসান আনু (মিয়া) বলেন, “যদি তিন নাম্বার ইট ব্যবহার হয়ে থাকে, তাহলে তা ফেরত দেওয়া হবে। এক নাম্বার ইট দিয়েই রাস্তা নির্মাণ করা হবে।”



