চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার এক বছর মেয়াদি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৭আগস্ট) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটিতে আহেদুজ্জামান সাঈমকে সভাপতি এবং মোত্তাসিন বিশ্বাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি সিতাব উদ্দীন তাহমিদ, সহ-সভাপতি মোঃ ইব্রাহীম ও সিফাত আলী (রিদয়),সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আহাদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক নিরব হোসেন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদ হোসাইন মুজাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহিদ খান, শামীম আলী ও শহিদ রানা, দপ্তর সম্পাদক মাহফুজুর রাহমান, উপ-দপ্তর সম্পাদক মোঃ শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসাইন, অর্থ সম্পাদক রনি চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাশিকুল ইসলাম, সমাজসেবা সম্পাদক রিপন আলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদ হাসান তানিম৷
এছাড়া কার্যকরী সদস্যরা হলেন আবু বাক্কার, সুমন আলী, ফাহিম, রাহিম, জাকারিয়া, শামিম রেজা।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোত্তাসিন বিশ্বাস বলেন, ছাত্র অধিকার পরিষদ সবসময় ছাত্রদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলন এবং শিক্ষার মানোন্নয়নে কাজে সর্বদা সচেষ্ট থাকবে ছাত্র অধিকার পরিষদের নবগঠিত কমিটির সকল সদস্য।