Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeপ্রযুক্তিচ্যাটজিপিটিতে প্রতিদিন প্রশ্ন আসে ২৫০ কোটির বেশি।

চ্যাটজিপিটিতে প্রতিদিন প্রশ্ন আসে ২৫০ কোটির বেশি।

ক্রমাগত এগিয়ে চলেছে প্রযুক্তি উদ্ভাবন, সঙ্গে বদলাচ্ছে ধরন। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বিশ্বব্যাপী অনবরত বেড়েই চলেছে। বদলে যাচ্ছে অনলাইনে তথ্য অনুসন্ধানের ধরনও। এ বিষয়ে চমকে দেওয়ার মতো তথ্য দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, কয়েক মাস আগেও চ্যাটজিপিটি ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে ১০০ কোটি তথ্য জানানোর জন্য অনুরোধ করতেন। সেখানে কয়েক মাসের ব্যবধানে এখন প্রতিদিন প্রায় ২৫০ কোটির বেশি প্রম্পট বা তথ্য জানানোর অনুরোধ করছেন ব্যবহারকারীরা।

ওপেনএআই বলছে, প্রতিদিন ৩৩ কোটিরও বেশি প্রশ্ন-সহযোগিতা চান যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা। বাকি অনুরোধগুলো করেন অন্য দেশের চ্যাটজিপিটি ব্যবহারকারীরা।

তবে এ বিষয়টি স্পষ্ট যে, চ্যাটজিপিটি খুব অল্প সময়েই দ্বিগুণের বেশি ব্যবহারকারী বাড়িয়েছে। এ থেকে বোঝা যায়, বিশ্বের নানা দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে চ্যাটজিপিটির ব্যবহার।

প্রযুক্তিবিদরা বলছেন, স্বল্প সময়ে এত ব্যাপক বিস্তারের পেছনে চ্যাটজিপিটির সহজ ব্যবহারযোগ্যতা, বহুমুখী সুবিধা ও ক্রমাগত আপডেট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তবে গুগল এখনো অনুসন্ধান জগতে শীর্ষেই রয়েছে। গুগলের তথ্যমতে, গুগল সার্চে প্রতিদিন ১ হাজার ৫০০ কোটির বেশি তথ্য অনুসন্ধান করা হয়। এই ব্যবধান যে এখনো অনেকটাই এগিয়ে, তা স্বীকার করছে ওপেনএআইও।

প্রযুক্তির গতিপথ যেভাবে বদলাচ্ছে, তাতে ভবিষ্যতে এআইনির্ভর অনুসন্ধান আরও বেশি জায়গা করে নেবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ‘চ্যাটজিপিটি এজেন্ট’ নামে নতুন একটি সুবিধা যুক্ত করেছে ওপেনএআই। এই এআই এজেন্ট নিজস্ব কম্পিউটার ব্যবহার করে ব্যবহারকারীর হয়ে তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন লেখা, ফাইল ব্যবস্থাপনা বা অন্যান্য জটিল কাজ করতে পারে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: