রবিবার (১১ জানুয়ারী ২০২৬) সকাল ১১ টায় সিলেট-৩ সংসদীয় এলাকার ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে আয়োজিত “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মোহাম্মদ আবদুল মালিক (এম এ মালিক) বলেছেন, ব্যক্তি নয়- দল বড়, আর দলের চেয়েও বড় দেশ। দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলই হবে অগ্রসৈনিক।
সিলেট-৩ সংসদীয় জেলা ছাত্রদল, মহানগর ছাত্রদল, বিভিন্ন উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় তেলিবাজারের খাজামহলে নিজ বাড়ীতে প্রধান অতিথির বক্তব্য দেন মোহাম্মদ আবদুল মালিক।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে নেতাকর্মীরা চেষ্টা স্বত্তেও একসঙ্গে সবার সঙ্গে বসতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন। তবে এখন থেকে ইনশাল্লাহ প্রত্যেকের সঙ্গে ওয়ান টু ওয়ান যোগাযোগ বজায় রাখবেন বলে আশ্বাস দেন।
এম এ মালিক বলেন, “আমি বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমার সঙ্গে কারও ব্যক্তিগত বন্ধুত্ব না থাকলেও আমি ছাত্রদল ও যুবদলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কাজ করব।”
তিনি আরও বলেন, তার রাজনৈতিক জীবনের শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে। ১৯৭৫ সালের পর জাতীয় পর্যায়ের বিভিন্ন সংগঠনে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে বলেন, যুব প্রতিমন্ত্রী আবুল কাসেম ও হারিস চৌধুরীর নির্দেশনায় তিনি যুবসংস্থার সভাপতির দায়িত্ব পালন করেছেন।
বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, ছাত্রদলকে কেন্দ্র করেই জিয়াউর রহমান ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলেছিলেন। হিজবুল বাহারে ছাত্র ও যুবকদের প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতাও তিনি স্মরণ করেন।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম নয়ন, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অলি উদ্দিনসহ মহানগর ছাত্রদলের সভাপতি- সুদীপ জ্যোতি এস, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানসহ আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি , সাধারণ সম্পাদকসহ দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি